মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযানে প্রায় বিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার -৫ সেপ্টেম্বর- বিকেলে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। সন্ধ্যায় অভিযানে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার সমাপ্তি রায়।
সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন- সুগন্ধা নদীতে বালু উত্তোলনের অবৈধ ড্রেজার ধরতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু নদীতে ড্রেজার পাওয়া যায়নি এসময় বিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।