
নিজস্ব প্রতিবেদক, বরিশাল॥
ঝালকাঠির নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এরা হলেন দক্ষিণ রানাপাশা গ্রামের দেলোয়ার হোসেন ও তার স্ত্রী এবং তার ছেলে।গত ৭ সেপ্টেম্বর নলছিটি উপজেলার দক্ষিন ডেবরা সাইক্লোন সেন্টারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পরে হামলার শিকার ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, একই এলাকার বাবুল মল্লিক এর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। ঐদিন অতর্কিত হামলায় বাবুল মল্লিকের নেতৃত্বে, খোকন মল্লিক ,আল আমিন মল্লিক, নাঈম মল্লিক সহ অজ্ঞাত ৭/৮ জন লাঠিয়াল বাহিনী অসহায় দেলোয়ারের উপর হামলা চালায়। এতে দাঁড়ালো দায়ের কোপে দেলোয়ার হোসেন মারাত্মক জখম হয়। দেলোয়ার হোসেনের নিকট আত্মীয় মোঃ কবির হোসেন জানান,পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এবং তাদেরকে কুপিয়ে মেডিকেলে পাঠিয়ে আমাদের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। যা তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। আহত দেলোয়ার হোসেনের আত্মীয় মোহাম্মদ কবির হোসেন দাবি করেন আমি স্থানীয় আওয়ামী লীগের সাথে জড়িত, এবং আমি শারীরিকভাবে অসুস্থ আমাকেও মামলায় জড়িয়ে হয়রানি করছে।