অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজে গতকাল দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে । শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতায় আজ ছেলেদের ক্রিকেট, ব্যাটমিন্টন একক ছেলেদের, ব্যাটমিন্টিন দ্বৈত মেয়েদের, বলিবল খেলা ছেলেদের অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট খেলায় সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজে চ্যাম্পিয়ন মাধবদী মনিংসান স্কুল এন্ড কলেজ রানারআপ হয়েছে।
ব্যাটমিন্টন একক ছেলেদের প্রতিযোগিতায়
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে।
ব্যাটমিন্টন দ্বৈত মেয়েদের নরসিংদী বালিকা বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন জনবন্ধু লোকমান পৌর স্কুল রানারআপ হয়েছে।
বলিবল খেলায় গাবতলি জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ রানারআপ হয়েছে।
নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা জানান, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্ট এর খেলা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকরা সহযোগিতা করেছেন।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা প্রমুখ।