অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে উপজেলায় প্রথমবারের মতো ল্যাংগুয়েজ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে এ ল্যাংগুয়েজ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।তিনি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী ও উপজেলা রিসোর্স সেন্টার বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ। ল্যাংগুয়েজ অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।