অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী সেনাবাহিনীর মধ্যস্হায় চালু হচ্ছে ৩ শত ফ্যাক্টরি। নরসিংদীতে চোয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যকার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে সভায় নরসিংদীতে মোতায়নরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মোঃ মাহফুজ অংশগ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ শিল্প সমিতির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা । মতবিনিময় সভার শুরুতেই শ্রমিকদের পক্ষ থেকে একজন তাদের দাবি-দাওয়া উত্থাপন করেন।
সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবিসমূহ মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। উপস্থিত শ্রমিক জনতা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট দেশ বিনির্মাণে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে । যার মধ্যে সংখ্যালঘু এলাকা ও মন্দির , সকল থানা, গুরুত্বপূর্ণ স্থাপনা -কেপিআই সমূহ- এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।