অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩ টায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্হলে ৫ জন নিহত হয় ও পরে নরসিংদী সদর হাসপাতালে নেবার পর আরও দুই জনে মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় ৪ জন কে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ও আহতরা ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতো। তারা ঢাকা থেকে মাইক্রোবাসে সিলেট যাবার পথে ইটাখোলা নামক স্হানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন , টাংগাইল জেলার দেলোয়ার উপজেলা মীর কুমুল্লী গ্রামের মীর মোতাহার হোসেনের ছেলে নাজমুল হক,গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আলামিন, ঝালকাঠি জেলার রাজাপুর থানার আব্দুল গনি হাওলাদারের ছেলে আল আমিন, জামালুর জেলার সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহমেদ, বরিশাল জেলার মুলাদী থানার মুলাদী গ্রামের মজিবুর শিকদারের ছেলে রায়হান সিকদার , মাদারীপুর জেলার কালকিনি উপজেলা কৃষ্ণনগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে আব্দুল আওয়াল, কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা।