
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পাশে ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিএ প্রদর্শনী করা হয়।
মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। লাখো শহীদের আত্নত্যাগের বিনিময়ে বাঙ্গালি জাতি পেয়েছে স্বাধীনতা। বাঙালি জাতি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করে থাকেন।