কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলি মাদ্রাসার তিন শিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসল করতে গেলে একজন পানিতে ডুবে যায়। অনেক খোজা খুজির একদির পরে লাশ পওয়া যায় । ওই শিক্ষার্থী হলেন সাকিব ইসলাল -১৭- । সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু একসঙ্গে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীতে গোসল করতে নামে হঠাৎ অপর ২জন সাকিব ইসলাম নামে ছেলেটিকে খুজে পাওয়া যাচ্ছে না বলে এলাকার একজন কে জানান। ওই ব্যাক্তি পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে ছেলেটিকে খোজ শুরু করেন। এক পর্যয়ে তারা রজশাহী ডুবুরি দলের সহযোগীতা চান।পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করে এক পর্যায় আজ শনিবার বিকেলে ৪ টায় নদী এক অংশে লাশটি ভেসে থাকতে দেখা গেলে স্থানীয় ও ডুবুরি দল নদী থেকে লাশটি উদ্ধার করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন- আটাপাড়া ছোট যমুনা নদীতে গতকাল একজনের নিখোঁজ খবর পেলে আমরা ঘটানস্থলে উদ্ধার অভিযান শুরু করি পরে রাজশাহী থেকে ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়