মো. রাসেল শেখ
জেলা প্রতিনিধি নড়াইল।।
নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- মো.সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার -২১সেপ্টেম্বর- রাতে সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে- গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর
উপজেলার নাকশী মাদরাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর
ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটিরত পুলিশের ওপর হামলা- সরকারি কাজে বাধা- পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।
আন্দোলকারীদের নিবৃত্ত করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য যে, গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা করলেন।