ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইসমাঈল হোসেন-৩০ -কে ধর্ষণের অভিযোগে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।
৯ জুলাই-মঙ্গলবার- দুপুরে স্থানীয় এক তরুণীর মায়ের করা অভিযোগের আলোকে জিজ্ঞাবাদের জন্য তাকে হেফাজতে নেয় হালুয়াঘাট থানা পুলিশের সদস্যরা।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তরুণীকে নিজের বিবাহিত দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন ইসমাঈল হোসেন।
এ বিষয়ে ইসমাঈলের ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর এনামুল হাসান বলেন,ইসমাঈল ভাই গত বছর দ্বিতীয় বিয়ে করেন।তবে প্রথম স্ত্রীর চাপের কারণে তিনি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।সেই ক্ষোভেই ইসমাঈল ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঐ তরুণীর মা।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুল হক।
তিনি জানান,হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা জনৈক এক তরুণীর মা থানায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাঈল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলে জিজ্ঞাসাবাদের জন্য ইসমাঈল হোসেনকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জনাব মাহবুব আরও জানান,ধর্ষণের অভিযোগে ইসমাঈলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ঐ তরুণীর স্বামী দাবি করেছেন।দাবির স্বপক্ষে কাগজপত্রাদি দেখাতে পারলে বিষয়টি অন্যরকম হতে পারে।তবে বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা।
উল্লেখ্য যে দীর্ঘ দিন যাবৎ সোস্যাল মিডিয়া ও ইউটিউবে কন্টেন্ট তৈরী করে আলোচনায় আসেন একসময় কৃষক হিসেবে জীবিকা নির্বাহ করা হালুয়াঘাটের আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর।ছোট ভাই এনামুল হাসানসহ অন্যদের নিয়ে গ্রামীণ পটভূমিতে হাস্যরসাত্নক ভিডিও তৈরী করে সেগুলো সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে ভাইরালও হন ইসমাঈল।এসব ভিডিও-র কেন্দ্রীয় চরিত্রে রুপদান করতেন তিনি।