দেশ ও জাতি গঠনে সাংবাদিকরা অগ্রণী ভুমিকা রাখে। বললেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শনিবার (১৫ এপ্রিল) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন কিছু দুষ্টু মানুষ দিনদিন রূপগঞ্জকে অশান্ত করছে। নিরিহ রূপগঞ্জের মানুষের সাথে রক্তের হলি খেলছে। এতে করে দেশ বিদেশের মানুষের কাছে শিল্পনগরী রূপগঞ্জকে সন্ত্রাসেরদের জনপদ প্রমানের চেষ্টা করছে। কিন্তু আমি বেঁচে থাকতে আমার নির্বাচিত এলাকায় কোন সন্ত্রাসের মাথা চাড়া দিতে দিব না। এসব সন্ত্রাসী করে জননেত্রী শেখ হাসিনার রূপগঞ্জের উন্নয়নকে বিনষ্ট হতে দেব না। সন্ত্রাসীদের মোকাবেলায় শুধু প্রশাসন ও সরকার নয়, গণমাধ্যমের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে
হবে। সাদাকে সাদা আর কালোকে কালো লিখতে হবে। সেই সাথে সকল সাংবাদিকদের একসাথে থেকে এসব সন্ত্রাসী ও দেশের শত্রুদের বিরুদ্ধে তাদের শোচ্চার ভূমিকা রাখতে।
অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে নিজ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক আব্দুল আজিজ,রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পুরিষদের সদস্য সীমা রানী পাল (শিলা), মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ তোফায়েল আহম্মেদ আলমাছ,কাঞ্চন পৌরসভার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মশিউর রহমান তারেক, উপদেষ্টা তাবিবুল কাদির তমাল, এডভোকেট সাইফুর রহমান স্বপন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনরা আক্তার রিতা, আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন, মাছুম চৌধূরী অপু,হাজী আলিম উদ্দিন, জজ মিয়া,মোরশেদ, ইউপি সদস্য তাওলাদ হোসেন, রেহেনা আক্তার, লাভলী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ভুল তথ্যের সংবাদ পাঠক গ্রহন করে না। বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও প্রশাসন গ্রহন করে। তাই প্রত্যেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
প্রধান অতিথির ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা রূপগঞ্জের মুড়াপাড়া বাজার হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শেষ হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুঃস্থ,গরীব ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।