মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
মসজিদের মিম্বর- মাহফিল কিংবা সেমিনার থেকে আলেম সমাজ নিয়মিত ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে। যৌতুকপ্রথা বন্ধ- সঠিকভাবে মিরাস বণ্টন- মাদকের বিরুদ্ধে নিয়মিত কথা বলে আসছেন। দেশের যেকোন দুর্দিন ও দুর্যোগে সবার আগে মাঠে নামেন আলেম সমাজ। কিছু মিডিয়ার অপপ্রচার সত্ত্বেও আলেম সমাজের প্রতি গণমানুষের ভালোবাসা কমছে না। আলেম সমাজ দেশে শান্তি- শৃঙ্খলা ও সেবার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার -৩১ অক্টোবর- কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল দ্বিতীয় দিবসে প্রধান আলোচকের বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এসব কথা বলেন।
মুহাম্মাদ আহসান উল্লাহ ও মাওলানা রিজওয়ান আরমানের যৌথ সঞ্চালনায় দুপুর ২টা থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। আল্লামা শেখ আহমদ- আল্লামা শোয়াইব জমিরী- মাও ওসমান সাঈদী ও মুফতী নাসির উদ্দীনের ধারাবাহিক সভাপতিত্বে মাহফিলের ধারাবাহিক সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন- আমাদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে ভারতের গোলাম ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা শহীদদের ভুলে যাবেন না। ভারতের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন প্রধান অতিথি আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মাহফিলে আরও তাফসীর পেশ করেন- মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী- মুফতী মুস্তাকুন্নবী কাসেমী- মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- মাওলানা মাহমুদুল হোসাইন- মুফতী আব্দুল আজিজ- মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী- মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।