শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
দেশব্যাপী শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদিয়া দুর্গাপুজা। পাচদিনের এ উৎসব আনন্দ মুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মালম্বীরা। ইতিমধ্যেই পুজা মন্ডপ সাজানো হয়েছে। মন্দিরে মন্দিরে হবে দেবী দুর্গার আরাধনা। গত বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ ও বিহিত পুজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপুজার মূল আনুষ্ঠানিকতা। আগামী রবিবার ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী এ উৎসবের। দুর্গা পুজা উপলক্ষে মন্দিরে মন্দিরে সাজ সাজ রব বিরাজ করছে। চলছে দেবী পক্ষ ধুপ – ধুনুচি- পঞ্চপ্রদীপ- উলুধনী আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুর্গাপুজার। এবছর সদরপুর উপজেলায় ২২ টি পুজা মন্ডপ হয়েছে বলে জানান সদরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপে আইনশৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকগন দায়ীত্বপালন করছেন। গত ৯ অক্টোবর বেল তলায় পুজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার। গত বছরের চেয়ে এ বছর অর্ধেক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও আনন্দের কমতি নেই
আনন্দ উৎসবের। প্রতিটি মন্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর আমেজ। ঠিক কবে থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে তার কোন সঠিক
তথ্য পাওয়া যায়নি। তবে পুরান মতে এক সময়ে ওসুর বংশের অত্যাচার নির্যাতনে অতিষ্ট হয়ে সনাতন ধর্মাবলম্বীরা মা দেবীর কাছে প্রার্থনা
করেন ওসুরদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তখন স্বং মা দেবী দুর্গা রুপে আবির্ভূত হয়ে ওসুর
বংশকে চিরতরে ধ্বংশ করে শান্তি প্রতিষ্ঠা করেন সেই থেকে শুরু হয় দুর্গাপূজার। আগামী ১৩ অক্টোবর রবিবার বিষর্জনের মধ্য দিয়ে সমাপ্তি
হবে শারদীয় উৎসব দুর্গাপূজার।