দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার -১২ অক্টোবর- উপজেলার মাঝ সখিপুরে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফিরোজা মজিদ ট্রাস্টের নির্বাহী পরিচালক ইকবাল মাসুদ- মরহুমের মেয়ে শাহিনা পারভিন- নাদিরা বিলকিস- মিতু ইসলাম- শিরিন সুলতানা- জামাতা নৌবাহিনী কর্মরত কমান্ডো জাকিরুল ইসলাম- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু-সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব- আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ- দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম- বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ এইচ এমদাদুল হক- সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা আফসার আলী- আশরাফুজ্জামান- বিএনপি নেতা শহিদুল ইসলাম- কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে রুগি দেখে ডাক্তার আরাফাত আহম্মেদ- ডা. ফারহা দীবা- ডা. ফারহা নাজ- ডা. দেবী প্রসাদ দাস। এসময় চিকিৎসা সেবার পাশাপাশি ২৯ প্রকার ঔষধ প্রদান করা হয়।
উল্লেখ্য যে- সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মজিদের ৫ম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।