ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রতিপাদ্য সামনে নিয়ে দেবহাটায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
উপজেলা সমাজসেবা অফিসারের পরিচালনায় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু- দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল-সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম- দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ প্রবীণ সদস্যরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।