পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান৷
শুক্রবার বিকেলে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এসময় তিনি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের জন্য সামাজিক কাজ ত্বরান্বিত করার কথা বলেন।
এই অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার৷ এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। আলোচনাকালে তিনি দলীয় কার্যক্রম আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে ২ নং দুর্গাপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে দলের নেতাকর্মীরা
সর্বদা মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল দলের সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এমন আয়োজন করায় আনন্দ প্রকাশ করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক-সদস্য সচিব বোরহান উদ্দিন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাদশা- যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ- ইদ্রিস আলী- সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার- উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল- পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন- ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফজলুল হক- সদস্য সচিব আজিজুল হক- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম- সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ৷