পলাশ সাহা
দুর্গাপুর- নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল -২৮- নামে একজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আনুত সাংমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমেশ্বরী নদীর বটতলা এলাকার ২০০ গজ দক্ষিণ-পশ্চিমে- উত্তর ফারংপাড়া কবরস্থানের সোজা পশ্চিম দিকে মাঝ নদীর পানিতে তলিয়ে যান তিনি।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন,রুয়েল রিছিল নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরার জাল হঠাৎ পানির নিচে বালিতে আটকে যায়। তিনি পানিতে ডুব দিয়ে জাল ছাড়াতে গিয়ে আর উঠে আসতে পারেননি। এসময় তার পাশেই মাছ ধরতে থাকা আরো তিন ব্যক্তি তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাবু ইসলাম বলেন,ময়মনসিংহ থেকে ডুবুরি টিম এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।
দুর্গাপুর থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন,সোমেশ্বরী নদীতে রুয়েল রিছিল নামে একজন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বর্তমানে ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।