পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোনা- প্রতিনিধি।।
দায়িত্ব আমাদের- এবাদাত আপনাদের এই প্রতিপাদ্য নেত্রকোনার দুর্গাপুরে মুসলিম হজ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর উদ্যোগে এ বছর হজ্জ করে আসা মুসল্লিদের নিয়ে হজ্জ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তেরি বাজার বড় মসজিদে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসার মুহতামিম মুফতী হুমায়ূন কবীর সাহেব এর সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় মুসলিম হজ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব।
মুসলিম হজ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ সামাদ আকন্দ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব মহাপরিচালক জামিয়া হোসাইনিয়া মালনি সদর নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব সাহেব ইমাম ও খতিব তেরি বাজার বড় মসজিদ দুর্গাপুর নেএকোনা। মুফতি মোঃ মামুনুর রশিদ সাহেব ভাইস প্রিন্সিপাল জামিয়া হোসাইনিয়া মউ দূর্গাপুর নেত্রকোনা। হাফেজ মোস্তফা সাহেব প্রিন্সিপাল কাসেমুল উলুম মাদ্রাসা বরুঙ্গা দুর্গাপুর নেত্রকোনা।
এছাড়াও উপস্থিত ছিলেন পবিত্র হজ্জ পালন করে আসা হাজী সাহেবগণ।হজ্জ ও ওমরায় যেতে ইচ্ছুক মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ী- সমাজসেবক- সাংবাদিক- জনপ্রতিনিধি- বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এ বছর এ প্রতিষ্ঠান থেকে হজ্জ পালন করেছেন ২৫২ জন।
মুসলিম হজ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব।
হাজী সাহেবদের সার্বক্ষণিক খেদমতে থাকবেন হাফেজ আলমগীর ও মোহাম্মদ শাহিন।
পুনর্মিলনী অনুষ্ঠানে হজ্জ ও ওমরাহ পালনে করণীয় নির্দেশিকা হজ্জ ও ওমরাহ পরবর্তী জীবন নিয়ে আলোচনা এবং ইসলামের আলোকে জীবন পরিচালনার জন্য হাজিদের দিক নির্দেশনা দেওয়া হয়।এ সময় দুর্গাপুরে উক্ত প্রতিষ্ঠানের একটি শাখা উদ্বোধন করা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।