পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোণা-প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র- ডিএসকে। তারই ধারাবাহিকতায় আদিবাসী বেকার যুবক যুবতীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আজ বুধবার শুরু হলো ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার এর ২য় ব্যাচ।
আদিবাসী রিসোর্স সেন্টার ও ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শামছুল আলম খান।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় তিনি বলেন- ডিএসকে সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে। আদিবাসীরা আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নে সংস্থার পক্ষ থেকে আমরা কাজ করে যাব। আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে যুক্ত হয়ে দেশের দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানাই আমরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর- ডিএসকে আদিবাসী রিসোর্স সেন্টার ও আদিবাসী প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলম- ললিত বিপিন হাজং ছাত্রাবাস এর হোস্টেল সুপার অবনী কান্ত হাজং,কম্পিউটার প্রশিক্ষক নুর আলম সিদ্দিকী- উজ্জ্বল মিয়া প্রমুখ।