পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোনা- প্রতিনিধি।।
সমাজের সর্বস্তরের বৈষম্য বিলোপ,ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখো,লুটতরাজ সাম্প্রদ্রায়িক সহিংসতা রুখে দাঁড়াও ও সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ এর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন- উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর- সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার- যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রফিক- সাবেক সাধারণ সম্পাদক নূর আলম- উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি কবিরুল ইসলাম- প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ।
বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে বলেন- সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা- রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট পাটের ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। অতি দ্রুত সকল ছাত্র- জনতা হত্যার বিচারের দাবি জানান তারা।