পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোনা- প্রতিনিধি।।
নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মামুনুর রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও- মুফতি অলিউল্লাহ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের উপদেস্টা মাওঃ মামুনুর রশিদ রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী শ্রমিক আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক ক্বারী নুরুল ইসলাম- ইসলামী আন্দোলন জেলা কমিটির সদস্য মুফতি মতিউর রহমান- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার- ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আব্দুল কাদির- গনসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আলী আকবর- উপজেলা ও ইউনিয়ন শাখার নেতা মাওলানা সিরাজুল ইসলাম- মুফতি আবু ওয়াক্কাছ- হাফেজ মোস্তফা কামাল- রফিকুল ইসলাম- মাও: মতিউর রহমান- মাও: আব্দুল হাদী- মুফতি তাজুল ইসলাম- মাসুদুর রহমান ফকির- যুব আন্দোলন শাখার নেতা মাও উসমান গনি- মুফতি নুরে আলম- মুফতি জামাল উদ্দিন- ছাত্র আন্দোলন শাখার নেতা মোজাম্মেল হক- আব্দুল হান্নান- প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার- দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা- সংখ্যানুপাতিক -PR- পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন- ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।