
নুর মোহাম্মদ, স্টার রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরি করতে এসে ধরা পড়েছে মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণী।
সোমবার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার -২১ জানুয়ারি- দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটক দুই রোহিঙ্গা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের -ক্যাম্প-৪- সি ব্লকের বাসিন্দা। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোরী। অপরজন কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি প্রকাশ মরিয়াম বিবি -২২-।
এ সময় তাঁদের দুজনের কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, তিনটি জাতীয় পরিচয়পত্র -এনআইডি- কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র- কক্সবাজার পৌরসভার প্রত্যয়নপত্র- পৌর করের বিল- জমির খতিয়ান- জাতিসংঘের ইউএনএইচআর প্রদত্ত মিয়ানমারের নাগরিকদের দেওয়া দুটি স্মার্টকার্ড উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান দালালের মাধ্যমে এই দুই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়- গ্রেফতার দুই রোহিঙ্গা তরুণীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে দুই রোহিঙ্গা নারীকে জেলা কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন- গ্রেফতার দুই রোহিঙ্গা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন- তাঁরা মিয়ানমারের নাগরিক- দালালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন।