কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সাথে অসৌজন্য মুলক আচরণ- সহ নানা অভিযোগ আনে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈসম্য বিরোধী শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১২ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে সামনে স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা ।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্কুলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিষয় তলে ধরেন শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে তারা আবারও স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা পদত্যাগ না করলে তার রুমে তালা ঝুলিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।