
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত শনিবার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.কামাল উদ্দীন আহমেদ।ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হাসিনা পারভীনের সভাপতিত্বে ও মো.সালাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মো.কামরুল হাসান ভূঁইয়া,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম সরকার, সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম,গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম,পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা আক্তার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ড. কামাল উদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে বলেন,পরশ্রীকাতরতা সমাজের জন্য একটি ক্ষতিকর ব্যধি এ অবস্থা থেকে পরিত্রাণের মাধ্যমে সমাজকে আরো উন্নতির দোরগোড়ায় নিতে তিনি সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানান।উল্লেখ্য,জিংলাতলী ইউনিয়ন শাখাসহ এপর্যন্ত শিক্ষক সমিতির ১২ টি ইউনিয়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে।