
স্টাফ রিপোর্টার ভোলা।।
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ঢাকা উত্তরের সহসভাপতি কাদের খান সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ভিত্তিহীন অসত্য বলে দাবি করে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ।
এসময় মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ তার লিখিত বক্তব্যে বলেন, কাদের খান তৎকালীন বাকশালের ভোলা জেলার সেক্রেটারি জেনারেল শামসুদ্দিন আহমেদ এবং ভোলার অভিভাবক তোফায়েল আহমেদ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কারণ ওই রাতে শামসুদ্দিন মিয়া তোফায়েল আহমেদের বাড়িতে ছিলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার খবর পেয়ে তোফায়েল আহমেদ ছটফট করতে থাকেন। তোফায়েল আহমেদকে গ্রেফতারের পূর্ব পর্যন্ত তোফায়েল আহমেদসহ তারা সকলে নজরবন্দি ছিলেন। বাড়ি থেকে কেউ বের হতে পারছিলেন না।
দোস্ত মাহমুদ আরও বলেন, কাদের খান ১৯৭৪-৭৫ সালে ভোলা কলেজের ভিপি পদে নির্বাচন করেছেন। তিনি কখনোই ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়েন নি। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কয়েক হাজার ব্যাজ বিতরণের প্রশ্নই আসেনা। দলের সভানেত্রীর সুদৃষ্টি পেতে কাদের খান এমন মিথ্যা তথ্য দিয়ে নিজের অবস্থান জাহির করেন। কাদের খানের এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি কাদের খানসহ ইতিহাস বিকৃতকারী সকল অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফেকার আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শামসুদ্দিন সামসু, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।