মোঃ খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় ২ নং তিরনই হাট ইউনিয়নে অন্তর্গত চুরচোটিয়া গছ গ্রামে পুকুরের পানিতে ডুবে মোঃ তানভীর হোসেন- ৯- নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার -৪ সেপ্টেম্বর- দুপুরে ১ টা সময়ে উপজেলার তিরনই হাট ইউনিয়নের চুরচোটিয়া গছ এলাকায় এ দুর্ঘটনা । মৃত শিশু চুরচোটিয়া গছ এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে- বুধবার দুপুরেদিকে শিশুটি খেলা করতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানান- তারভীর নামে শিশুটি তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে তেতুলিয়ায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে তেতুলিয়ার তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন জানান- পুকুরে জলে ডুবে মৃত্যু শিশু টির খবরে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- সুজয় কুমার রায় জানান- শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।