তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
এ সময় ভয়ে হাসপাতালে ভর্তি রোগী নারী-পুরুষ দিক বেদিক ছুটা-ছুটি করতে থাকে এবং সকলেই হাসপাতালের বাহিরে অবস্থান নেয়।হোমনা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার আগেই পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ হোসেন খানের নেতৃত্বে অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন।হাসপাতালে আগুন লেগেছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. মোর্শেদ,সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ এবং তিতাস থানা উপপরিদর্শক (এস আই) তপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।আগুনে কি পরিমাণ ওষুধ পুড়েছে জানতে চাইলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ হোসেন খান বলেন, কি পরিমাণ ওষুধ পুড়েছে তা এখন বলা যাবে না, তবে আমরা ২২-২৩ অর্থ বছরে কোনো ওুষধ কিনিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি.এম.মোর্শেদ বলেন, আমি খবর তাৎক্ষণিক হাসপাতালে যাই, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, কি পরিমাণ ক্ষতি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ না জানালে এ মুহুর্তে বলা যাবেনা।হোমনা ফায়ার সার্ভিস ইউনিটের প্রতিনিধি মো. ওসমান মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত।