তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ৩৭পিস ইয়াবাসহ ১জনকে আটক করে তিতাস থানা পুলিশ।গত শুক্রবার -১২ জুলাই- বিকালে উপজেলার আরামবাগস্থ টেগুরিয়াপাড়া কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে সাদেক নামে ১জনকে আটক করে বলে জানায় তিতাস থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ সিএনজিটি আটকের পর একজন দৌড়ে পালিয়ে যায় এবং দ্বিতীয় সাতানী গ্রামের ছোবনের ছেলে সাদেককে -৩২- ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ও.সি- কাঞ্চন কান্তি দাস জানায়- পুলিশ আরামবাগ এলাকা থেকে ১জনকে আটক করে।তার হেফাজত থেকে ৩৭পিস ইয়াবা পাওয়া গেছে।