
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে স্ত্রীর পরকিয়ার জের ধরে গলায় ফাঁস দিয়ে মোস্তাফা (৫০) নামে প্রবাস ফের এক ব্যক্তি আত্মহত্যা করার অভিযোগ উঠেছে ।গত সোমবার বিকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে কারোর অজান্তে নিজের বাড়ির পাশে একটি আমগাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোস্তফা।
আত্মহত্যার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, মোস্তফা তার স্ত্রী লিলি বেগমের ওপর অভিমান করে আত্মহত্যা করেন। তার স্ত্রী লিলি বেগম এলাকার একাধিক ব্যক্তির সাথে পরকিয়ায় লিপ্ত ছিলেন বলে জানান তারা।
মোস্তফার সামনেই প্রকাশ্যে স্ত্রী লিলি বেগমের সাথে সাক্ষাৎ করতে ঘরে বিভিন্ন লোকের আসা যাওয়া ছিলো। যা নিয়ে সংসারের অশান্তি চলতো এবং স্ত্রী লিলিকে স্বামী মোস্তফা একাধিকবার নিষেধ করেন। কিন্তু তার নিষেধ অমান্য করে বেপরোয়া চলাচল ও পরকিয়ায় আশক্তি থাকায় বেশ কয়েকবার এলাকায় দেনদরবারও হয়েছে বলে জানা যায়।
নিহতের বোন মুবিয়া জানান, ১৮বছর ধরে প্রবাসে ছিলেন মোস্তফা, প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই নিহতের স্ত্রী খারাপ আচরণ করতেন। একদিনের জন্যও সে তার স্বামীর কাছে যায়নি । বিদেশের কামাই,
জমিজমা,বাড়িঘর নীজের নামে করে নিয়ে সংসারে রাজত্ব করতেন লিলি। প্রায়ই তার স্বামীকে ঘর থেকে বাহির করে দিয়ে বাহির থেকে তালা আটকিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন লিলি। পূর্বের ন্যায় আজও তার বাড়িতে শালিশ বসেছিল লিলির বেপরোয়াপনা রোধের জন্য। কিন্তু শালিশে মোস্তফাকে লিলির লোকজন তার ভাই ভেন্ডার আলাউদ্দিন, শাহজালাল, মনির হোসেন ও তার প্রশ্রয়দাত মজিদপুর গ্রামের সফর, এসডু ও শাহবৃদ্ধি গ্রামের কাশেম, কালাম, হারুন লিলিকে না সাশিয়ে বরং মোস্তফাকে চরম অপমান করেন।তারপর পুনরায় বাহির থেকে ঘরে তালা ঝুলিয়ে নিরুদ্দেশ হয়ে যায় লিলি।
নিহত মোস্তফা দুপুর থেকে সারা বিকাল খোজাখুজি করে না পেয়ে চরম অপমানের গ্লানি ও পেটের খিদে নিয়ে আত্নহত্যা করেন বলে জানান তিনি।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তিতাস থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে,এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামালা হয়েছে।