
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বর্ণাঢ্য আয়োজন মহান বিজয় দিবস পালন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠান ছিল চোখে পরার মতো। সকল সরকারি,বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন সরকারি,বে-সরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকাল সাড়ে ৯টায়- উপজেলা পরিষদ চত্বরে শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পাঠ, জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়।এরপর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিতিতে বিজয় দিবসের আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিক- উর-রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মুন্সী,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার,সহ প্রচার সম্পাদক মো.মোবারক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।