তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তিতাস উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া।প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি দুঃখ প্রকাশ করে বলেন,বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারতাম।স্বাধীনতা পরবর্তীকালে বহির্বিশ্বে বাংলাদেশের চেয়ে বেশি চিনত বঙ্গবন্ধুকে, তিনি যখন তৎকালীন সময় বহির্বিশ্বের লোকজনের সাথে কথা বলতেন তখন বঙ্গবন্ধুকেই তাঁরা প্রাধান্য দিতেন বেশি। আ.লীগের হাতকে শক্তিশালী করলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং এই আসনসহ সারা দেশেই আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এমপি।তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভুইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিন ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর( অবঃ)মোহাম্মদ আলী সুমন। এছাড়া আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী,কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.জাকির হোসেন মুন্সি,উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সাদ্দামসহ অঙ্গ সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব,দাউদকান্দি উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব লিল মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু বাসুদেব,কুমিল্লা উত্তর উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন,তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া সরকার,তিতাস উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মো.জালাল সরকার,ভিটিকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মো.আবুল হোসেন মোল্লা,কড়িকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আবু ইউসুফ চিশতী,জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোজাম্মেল হক টিটু,সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.কাজী কাইয়ুম,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.ছাদেক পাঠান,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি এইচ এম একলাছ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ সরকার,নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তি,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগের নেতাকর্মী।এর আগে প্রধান অতিথি নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদ মাঠে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।