তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের রায়পুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের রায়পুর বাগান বাড়ি সংলগ্ন মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার।সাতানী ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো.লালন সওদাগরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আশিকুর রহমান আশিক মেম্বার- সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.ইয়াকুব আলী- মো.পেশকার মিয়া সওদাগর- রনি মিয়া-
মনা মিয়া সওদাগর- ফিরোজ মিয়া- জামাল হোসেন- শাহ আলম- মো.মনু মিয়া সওদাগর- মালেক মিয়া,হানিফা সওদাগর প্রমুখ।জাকির একাডেমি একাদশ বনাম রায়পুর স্পোটিং ক্লাব একাদশ খেলায় অংশ নিয়ে টাইব্রেকারের মাধ্যমে জাকির একাডেমি একাদশকে হারিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় রায়পুর স্পোটিং ক্লাব একাদশ।খেলায় ধারাভাষ্যকার ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন।