
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে রক্ষণাবেক্ষণের অভাবে ডাকবাংলোটির পশ্চিম পাশের সীমানা প্রাচীর ধ্বসে পনিতে তলিয়ে গেছে।গেলো কয়েক দিনের টানা ঝড় বৃষ্টি কারণেই দেয়ালটি ভেংগে গেছে বলে এলাকাসী জানান।তারা আরও জানান- শুক্রবার সকালে উঠে দেখি দেয়ালটি ভেংগে পানিতে পড়ে আছে।
সরজমিন দেখা যায়- উপজেলার গাজিপুরস্থ ডাকবাংলোর পশ্চিম পাশের গেট সংলগ্ন সম্পুর্ন দেয়ালটি ভেংগে চুরমার হয়ে তা পানিতে বিলিন হয়ে গেছে। ডাকবাংলো ভবনটি নির্মাণের পর পরই স্থাপন করা হয় চারপাশের সুরক্ষা দেয়াল। দেয়ালের অন্যদিকের পিলারের গোড়ায় মাটি থাকলেও ভেংগে যাওয়া দেয়ালের নীচে মাটি না থাকায় তা ধ্বসে গেছে বলে জানান এলাকাবাসী। সময়মত খেয়াল না করায় ও অযত্নে অবহেলায় তা ভেংগে গেছে বলে জানান তারা।সাংবাদিকরা এ বিষয়ে জেলা পরিষদের -তিতাস- ওয়ার্ডের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের মোবাইলে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।