তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের তিনটি ইউনিয়নে জাতীয় পাটির নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশনায় গত শুক্রবার বিকেল ৩ টা থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত উপজেলারমনারান্দিয়া- ভিটিকান্দি ও কলাকান্দি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মো.আমির হোসেন ভূইয়া।বন্যা কবলিত তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন।
এরপর নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মো.আমির হোসেন ভূইয়া।তিনি দক্ষিণ নারান্দিয়া গ্রামের পশ্চিম পাড়া নদীর পাড়ে বসবাস কারীদের উদ্দেশ্য করে বলেন- বন্যায় আপনাদের ঘরবাড়ি ভেঙে গেছে -যদি সুযোগ পাই তাহলে নদী ভাঙুন রোধে ব্যবস্থা করবো ইনশাল্লাহ।আপনারা আমার সাথে যোগাযোগ রাইখেন। আমি আপনাদের সন্তান তাই আপনাদের সুখেদুঃখে পাশে থাকতে চাই। নদীর পাড়ে বসবাস কারী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে এমন আশ্বাস দেন তিনি।ভিটিকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.রফিকুল ইসলাম ও নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.হুমায়ুন কবিরের যৌথ সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন আলম,তিতাস উপজেলা জাতীয় পাটির সহসভাপতি নবীর হোসেন,মজিদপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.ইমাম হোসেন ইমন- জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবদুল খালেক মোল্লা- জগতপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম,সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান- তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো.মনির মুন্সি- উপজেলা ওলামা পাটির সভাপতি মো.হেলাল উদ্দিন মুন্সি,উপজেলা শ্রমিক পাটি নেতা আনিসুর রহমান ভূইয়া-
জাতীয় পাটি নেতা ইয়াছিন মোল্লা,উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো.হাসান ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পাটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।