তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ঐতিহাসিক ৭ ই জুন ৬ দফা আন্দোলন দিবস পালন করা হয়েছে। উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ই জুন স্বাধিকার আন্দোলন দিবস পালন করা হয়।
শুক্রবার সকালে এই দিবস টি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান- সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া- কুমিল্লা উত্তর জেলা আ.লীগের অন্যতম সদস্য আলহাজ্ব মো.শেখ ফরিদ প্রধান- উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ- জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম- বলরামপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ছাদেক পাঠান- মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া- সাতানী ইউনিয়ন আ.লীগ নেতা মো.মিজানুর রহমান- ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান,উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মো.শাহআলম সরকার- সাধারণ সম্পাদক হাজী আবদুল খালেক,উপজেলা মহিলা আ.লীগ
নেত্রী মোসামৎ হাসিনা মেম্বার -উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা।