
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তিতাস উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.রব মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো.বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মিলন চাকমা-উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো.আনোয়ার হোসেন-ফেরদৌসী বেগম- সদস্য আ.রশিদ-খালেক ভূইয়া-আবুল কাসেম ও মোশাররফ হোসেন প্রমুখ।