
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।”আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে,দুর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”এই স্লোগানকে সামনে রেখে তিতাসে দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উদযাপিত হয়।সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালী বের করা হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ প্রমুখ।এরপর উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.আব্দুর রব মিয়া’র সভাপতিত্বে জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.কামাল হোসেন ভূঁইয়া,মোসাম্মাৎ ফেরদৌসী আক্তার,সদস্য মো.বিল্লাল হোসেন, ফজলুর রহমান শিকদার, মো.আনোয়ার হোসেন,
মো.মোস্তাক আহমেদ,মো.রফিকুল ইসলাম,মো.তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান,মো.কুহিনুর,মো.গোলাম মোস্তফা, মো.আব্দুল আউয়াল,মো.মনির হোসেন, আঃ রহিম, সাদেক পাঠান প্রমুখ।