
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলার হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আশিক-উর- রহমান,তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস, ডাঃ বিল্লাল হোসেন,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,
জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী আলী আশরাফ,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার,গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন,আবদুর রব মাষ্টার,কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আহমেদ গোফরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।