
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ ওয়ার্ডে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বিকেল ৩ টায় উপজেলার সাহাবৃদ্ধি সাকুরা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুল মাঠে মজিদপুর ইউনিয়নের তিন ওয়ার্ডে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রধান,শাহ আলম শান্তি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মালেক মোল্লা,সদস্য জালাল খান,
আজাহার খান প্রমুখ।অনুষ্ঠিত সম্মেলনের
উদ্বোধক ছিলেন মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।এতে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুর রহিম ও পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম।মজিদপুর ইউনিয়নের তিন ওয়ার্ডে আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় তিন ওয়ার্ডে আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।