
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউপির সদস্যদের সাথে জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেন শিকদার(হাতি)প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।সাজ্জাদ হোসেন সিকদারের হাতি মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।গত
বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজারের ডিং ডং রেস্তোরাঁয় বলরামপুর ইউপির ওয়ার্ডের সদস্যদের সাথে সাজ্জাদ হোসেন সিকদারের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বলরামপুর ইউপির ওয়ার্ড সদস্য মো.আলাউদ্দিন ব্যাপারী,মো.জাহাঙ্গীর আলম,মো.মুকবল হোসেন,মো. রমজান ব্যাপারী,মো.পাভেল মাহমুদ সুমন, মো.রিপন ভূইয়া,আবুল কালাম আজাদ ভূইয়া, সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা আক্তার,স্বর্নেহার আক্তার সাখা।এরপর সংশ্লিষ্ট ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যরা আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস) ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী মো.সাজ্জাদ হোসেন সিকদারের হাতি মার্কায় ভোট প্রদান করার এমন আশ্বাস দিয়েছেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগে সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, উপজেলা আ.লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার,বলরামপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি মো.আবুল হোসেন,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার,উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার প্রমুখ।