তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুম দানবীর হাসান জামিল সাত্তার এর একমাত্র পুত্র ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারে এক শোক সভা ও মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন।আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে বিশেষ করে শ্রমিক লীগ এই অনুষ্ঠানের জন্য মূখ্য ভূমিকা রাখেন।
কয়েক দফা বৃষ্টির কারণে অনুষ্ঠানে ব্যারিষ্টার নাঈম আসবেন কি না এনিয়ে দ্বিধা দন্দের অবসান ঘটিয়ে গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার
মাগরিব নামাজের ২৫ মিনিট পূর্বে সফর সঙ্গী নিয়ে উপস্থিত হন।এসময় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আমেরিকা প্রবাসী নুরুল আলমের দুই পুত্র তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দাবাড়ু নারান্দিয়া হাইস্কুলের ছাত্রীও ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দিত করেন।
বক্তব্য ও মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।