তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
পক্ষে-বিপক্ষে- প্রকাশ্যে ও গোপনে দীর্ঘ তদন্ত শেষে তিতাস উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শাহিনুল ইসলাম সোহেল শিকদারসহ কয়েকজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞ আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য- তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে বোরখা পড়া তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।এদের মধ্যে বোরখা পড়া দু’জন কিলারসহ বেশ ক’জন গ্রেফতার হয়।নানাহ নাটকীয়তায় মোড় নেয় মামলার- তবে চৌকশ তদন্ত কর্মকর্তার দায়িত্বশীলতায় একটি স্বচ্ছ চার্জশীট আদালতে জমা হয়েছে বলে মন্তব্য সাধারণ মানুষের।
মামলায় একাধিক আসামী বিদেশে এখনো পলাতক রয়েছে বলেও পৃর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।