সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মোঃ আসিফুজ্জামান আসিফ।।
ঢাকা সাভারে অনুমোদন বিহীন ভবননির্মাতা প্রতিষ্ঠান ‘মঞ্জিল বিল্ডার্স’ এর মালিক নাজমুল আরিফের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
শনিবার -২৯ জুন- সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় মঞ্জিল বিল্ডার্সের নির্মানাধীন ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন গ্রাহকেরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ফিরোজ হোসেন- প্রবাসী কামাল পাঠান- ব্যবসায়ী ফয়জুল্লাহ- চাকুরীজিবী নজরুল ইসলাম ও গৃহিণী জিয়াসমিন আক্তারসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন- ২০২০ সালে বুকিং দেয়া ফ্ল্যাট ২০২২ সালের মধ্যে বুঝিয়ে দেয়ার কথা বলে শিক্ষক- প্রবাসী- ব্যসায়ী ও চাকুরীজিবীসহ ১৭ জন গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফ।
সরেজমিনে ১০ তলা ফাউন্ডেশন দিয়ে চার ইউনিটের ভবনের বেইজমেন্ট পর্যন্ত করে তিন বছরের বেশি সময় ধরে ডেভেলপার বন্ধ রেখেছেন নির্মান কাজ। এ ব্যাপারে একাধিক বার সমোঝোতায় বসেও ভবন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক নাজমুল আরিফের কাছ থেকে সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি।
এমতাবস্থায় মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ গ্রাহকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে সরকারের সস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রাহকেরা।
এসব অভিযোগ সম্পর্কে জানতে মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।