
ঢাকার কামরাঙ্গীরচর থেকে কুখ্যাত সন্ত্রাসী সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভুট্টোকে গ্রেফতার করেছে র্যাব-১০।
তিনি অস্ত্র মামলায় ১০ বছর ও দস্যুতা মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামী।
র্যাব জানায়,গতকাল(৪ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর মাদবর বাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী ভুট্রোকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ভুট্রো দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই,ডাকাতি,চাঁদাবাজি,অস্ত্র কারবারীসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে জানা যায়। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছর ও দস্যুতা মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামী।
র্যাব ১০ এর অপারেশন অফিসার এনায়েত শোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামী একজন কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র কারবারী। গ্রেফতারের ভয়ে তিনি নিজেকে আত্মগোপনে রেখেছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।