
সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মোঃ আসিফুজ্জামান আসিফ।।
ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার -১ জুলাই- বিকেলে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৪ এর একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাব উদ্দিন সরদার -৬৫- ও তপন সরদার -২৭-।
র্যাব-৪ জানায়- গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই- আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।