
স্টাফ রিপোর্টার ভোলা।।
গত ৩০ ই আগষ্টের ঢাকার উত্তর দক্ষিণ মহানগর আওয়ামীলীগের আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি কাদের খাঁনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে গতকাল ০৬-০৯-২২ তারিখ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভোলা নতুন বাজারে অবস্থিত মুক্তি যোদ্ধা সংসদ অফিসে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনেটি করেন অহিদুর রহমান সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ, ভোলা সদর উপজেলা কমান্ড,ভোলা। লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ ই আগষ্ট ঢাকায় দেয়া কাদের খাঁনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার বক্তব্য দ্রুত পরিহার করার জোর দাবি জানাচ্ছি। এরপর ভোলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান তার বক্তব্য কাদের খাঁনের বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বলেন, তোফায়েল আহমেদ একজন মহান নেতা তাকে নিয়ে এই বক্তব্য সমীচীন নয়। তিনি আমাদের ভোলা সহ বাংলাদেশের গর্ব। আল্লাহ এই মহান নেতার দীর্ঘায়ু করুক।