Dhaka , Wednesday, 23 April 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসার জায়গায় বাউন্ডারি নির্মাণে বাধা দেয়াতে পুলিশের সামনে বসতঘর ভাংচুর ও লুটপাট পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর ও লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন প্লাস্টিকের স্রোতে ভাসছে উপকূল- সংকট মোকাবেলায় এগিয়ে আসছে মানুষ কক্সবাজারে চোরাচালান বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে- মোহাম্মদ সালাহ্উদ্দিন টেকনাফ থেকে জীবিত উদ্ধার সিলেটের অপহৃত ৫ তরুণ সহ মোট ৬ জন যুবক জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থাকে একসাথে কাজ করতে হবে : মেয়র ডা. শাহাদাত। প্রশাসনের নাকের ডগায় আ.লীগ নেতার দৌরাত্ম্য, প্রশাসন নীরব গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে ছিলেন- তারেক রহমান চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে মেয়র ডা. শাহাদাত রামগঞ্জে স্কুল ছাত্রী ও বৃদ্ধের লাশ উদ্ধার  মেহেরপুরে ভূট্টা ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ,আমরা সন্দ্বীপবাসী রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বালু ভরাটে বাধা,৫ লক্ষ টাকা চাঁদা দাবি রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে জামায়াতে ইসলামীর উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত পোকখালী সিক্দার পাড়ায় নির্যাতনের অভিযোগ, নেজামউদ্দিনের হামলায় ক্ষতিগ্রস্ত আব্দুল্লাহর পরিবার কক্সবাজারের রামু সরকারী কলেজের বরণ অনুষ্ঠান সম্পন্ন প্লাস্টিকের স্রোতে ভাসছে উপকূল- সংকট মোকাবেলায় এগিয়ে আসছে মানুষ জুলাইয়ে কক্সবাজার থেকে ‘উড়বে’ আন্তর্জাতিক ফ্লাইট ফরিদপুরের হত্যা মামলার ২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি   অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, কক্সবাজারে দুই বিরানি হাউসকে ৬০ হাজার টাকা জরিমানা দোহাজারীতে মহাসড়কে স্থায়ী ডিভাইডার স্হাপনের জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদনপএ প্রদান রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং নির্মুলে সামাজিক আন্দোলন ক্লিন চট্টগ্রাম গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় খাদ্য অধিদফতর কর্তৃক হত দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, নারী ও শিশু সহ আহত-৯

ডিবি হারুনের অত্যাচারের থাবায় বেলাল বেপারী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:16 am, Monday, 26 August 2024
  • 113 বার পড়া হয়েছে

ডিবি হারুনের অত্যাচারের থাবায় বেলাল বেপারী।।

মোঃ মিন্টু মিয়া 
  
গাজীপুর প্রতিনিধি।
গত সাত বছর আগে গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর অর রশিদ এর ভয়াবহ নির্যাতনের শিকার হন জুয়েলারি ব্যবসায়ী বিল্লাল ব্যাপারী সেই কথা মনে পড়লে শরীর শিউরে ওঠেন তিনি।
তিনি দাবি করেন গাজীপুরে শ্রীপুরের স্থানীয় বিএনপি’র রাজনীতিতে যুক্ত থাকার জের ধরে অমানবিক ভাবে অত্যাচার ও নির্যাতন চালানো হয় তার ওপর।
তিনি সাংবাদিকদের বলেন অনেক চেষ্টা করেও তিনি ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান হারুনুর অর রশিদের নির্যাতনের কথা ভুলতে পারছেন না।
২০১৭ সালের ২৮ শে মে দুপুরে বিল্লালের চন্নাপাড়াই  নিজ বাড়িতে পিস্তল হাতে ঢুকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা ডেরিক কুইয়ার নেতৃত্বে ডিবি সদস্যরা তল্লাশির নামে বাড়ি তছনছ করে এর প্রতিবাদ করলে স্ত্রী সন্তানদের সামনে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং বলে তুই কি চিনিস গাজীপুরের বাপ এসপি হারুন অর রশিদ।
বিল্লাল বেপারী  আরো বলেন গাড়িতে তুলে নিয়ে মাওনা চৌরাস্তা পার হতে আমাকে চোখ বেঁধে ফেলে । পরে জিজ্ঞেস করতে আমি হেফাজতের সমাবেশে কত টাকা খরচ করেছি না বলা মাত্র ডান হাতের মাধ্যমে নক আঙ্গুল তুলে ফেলে এবং আঙ্গুল রক্তে ভেজা যায়। রড দিয়ে আঙ্গুল থেঁতলে দেওয়া হয় পরে আঙ্গুলে সুই ঢুকালে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেরার পর পায়ে রট  দিয়ে বেদম পেটায়। তখনো চোখ বাধা ছিল এমতাবস্থায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষ আবারও গাড়িতে তুলে দুই পায়ের পাতায় পেটায়। এবং পরে দুই হাতের আরও তিন আঙ্গুলের নখ তুলে ফেলে এভাবে ১৮ ঘন্টা নির্যাতন করে । এক পর্যায়ে  ৫ কোটি টাকা দাবি করে এবং এক স্বজনের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেয় এ সময় তাদের শেখানো কথা বলি আমাকে বাচাও ৫ কোটি টাকার ব্যবস্থা কর।
পরে আমাকে গাজীপুর পুলিশ লাইন্স নিয়ে মসজিদের ইমামকে ঘুম থেকে তোলা হলো তওবা পরাতে বললেও আমার শরীর অপবিত্র দেখে তিনি রাজি হলেন না। সেখান থেকে গাড়িতে তুলে একটি বনে নিয়ে হাতকড়া পড়া অবস্থায় দৌড় দিতে বলে আমি তাদের বলি দৌড় দেব না দাঁড়িয়ে আছি এইভাবে আমার বুকে গুলি করেন এ সময় কল আসে ওই ডিবি কর্মকর্তার ফোনে। পরে তারা ফের গারীতে তুলে ছোটে পরদিন সকালে পরিবারের সদস্যরা ৫০ লাখ টাকা যোগাড় করে  ডিবি অফিসে এক কর্মকর্তাকে দেন এবং ছেড়ে দিতে চাইলে কয়েক মিনিট পর পুরনো জঙ্গি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেই।
রিমান্ডে দ্বীপের আয়না ঘরে আমার সামনে আরেক ব্যক্তিকে বেদম মারধর করে দেখে আমি ভয় পেয়ে যাই এবং পরিবারের সঙ্গে কথা বলতে চাই তারা সুযোগ দিলে পরিবারকে বলি আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও যা সম্পত্তি আছে সব বিক্রি করে হলেও টাকা দাও ওই সময় রমজান মাস চলছিল। রোজা অবস্থায় নির্যাতনের পর আমাকে এসপি হারুনের সামনে হাজির করা হয় তার প্রথম প্রশ্ন ছিল হেফাজতের সমাবেশে কত টাকা ডেলেছি না সূচক জবাব দিলে ভয় দেখিয়ে তিনি বলেন আমার অফিসাররা যা বলে তাই কর। পরে স্বজনরা দুই দফায় ডিবিকে ৮০ লাখ টাকা দেয় রিমান্ডে অবশ্য কোন নির্যাতন করেনি পরে ৪১ দিন জেলে থাকার পরে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়।
বিল্লাল ব্যাপারী আরো বলেন হারুন আমার মত অসংখ্য মানুষকে নির্যাতন করেছে আমি তার মুখোমুখি হয়ে বলতে চাই কোথায় গেল তোমার টাকা নির্যাতন আল্লাহতালা দেখেছেন তিনি সর্বদাই ন্যায় বিচারক। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ডিবি হারুনের অত্যাচারের থাবায় বেলাল বেপারী।।

আপডেট সময় : 05:30:16 am, Monday, 26 August 2024
মোঃ মিন্টু মিয়া 
  
গাজীপুর প্রতিনিধি।
গত সাত বছর আগে গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর অর রশিদ এর ভয়াবহ নির্যাতনের শিকার হন জুয়েলারি ব্যবসায়ী বিল্লাল ব্যাপারী সেই কথা মনে পড়লে শরীর শিউরে ওঠেন তিনি।
তিনি দাবি করেন গাজীপুরে শ্রীপুরের স্থানীয় বিএনপি’র রাজনীতিতে যুক্ত থাকার জের ধরে অমানবিক ভাবে অত্যাচার ও নির্যাতন চালানো হয় তার ওপর।
তিনি সাংবাদিকদের বলেন অনেক চেষ্টা করেও তিনি ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান হারুনুর অর রশিদের নির্যাতনের কথা ভুলতে পারছেন না।
২০১৭ সালের ২৮ শে মে দুপুরে বিল্লালের চন্নাপাড়াই  নিজ বাড়িতে পিস্তল হাতে ঢুকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা ডেরিক কুইয়ার নেতৃত্বে ডিবি সদস্যরা তল্লাশির নামে বাড়ি তছনছ করে এর প্রতিবাদ করলে স্ত্রী সন্তানদের সামনে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং বলে তুই কি চিনিস গাজীপুরের বাপ এসপি হারুন অর রশিদ।
বিল্লাল বেপারী  আরো বলেন গাড়িতে তুলে নিয়ে মাওনা চৌরাস্তা পার হতে আমাকে চোখ বেঁধে ফেলে । পরে জিজ্ঞেস করতে আমি হেফাজতের সমাবেশে কত টাকা খরচ করেছি না বলা মাত্র ডান হাতের মাধ্যমে নক আঙ্গুল তুলে ফেলে এবং আঙ্গুল রক্তে ভেজা যায়। রড দিয়ে আঙ্গুল থেঁতলে দেওয়া হয় পরে আঙ্গুলে সুই ঢুকালে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেরার পর পায়ে রট  দিয়ে বেদম পেটায়। তখনো চোখ বাধা ছিল এমতাবস্থায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষ আবারও গাড়িতে তুলে দুই পায়ের পাতায় পেটায়। এবং পরে দুই হাতের আরও তিন আঙ্গুলের নখ তুলে ফেলে এভাবে ১৮ ঘন্টা নির্যাতন করে । এক পর্যায়ে  ৫ কোটি টাকা দাবি করে এবং এক স্বজনের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেয় এ সময় তাদের শেখানো কথা বলি আমাকে বাচাও ৫ কোটি টাকার ব্যবস্থা কর।
পরে আমাকে গাজীপুর পুলিশ লাইন্স নিয়ে মসজিদের ইমামকে ঘুম থেকে তোলা হলো তওবা পরাতে বললেও আমার শরীর অপবিত্র দেখে তিনি রাজি হলেন না। সেখান থেকে গাড়িতে তুলে একটি বনে নিয়ে হাতকড়া পড়া অবস্থায় দৌড় দিতে বলে আমি তাদের বলি দৌড় দেব না দাঁড়িয়ে আছি এইভাবে আমার বুকে গুলি করেন এ সময় কল আসে ওই ডিবি কর্মকর্তার ফোনে। পরে তারা ফের গারীতে তুলে ছোটে পরদিন সকালে পরিবারের সদস্যরা ৫০ লাখ টাকা যোগাড় করে  ডিবি অফিসে এক কর্মকর্তাকে দেন এবং ছেড়ে দিতে চাইলে কয়েক মিনিট পর পুরনো জঙ্গি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেই।
রিমান্ডে দ্বীপের আয়না ঘরে আমার সামনে আরেক ব্যক্তিকে বেদম মারধর করে দেখে আমি ভয় পেয়ে যাই এবং পরিবারের সঙ্গে কথা বলতে চাই তারা সুযোগ দিলে পরিবারকে বলি আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও যা সম্পত্তি আছে সব বিক্রি করে হলেও টাকা দাও ওই সময় রমজান মাস চলছিল। রোজা অবস্থায় নির্যাতনের পর আমাকে এসপি হারুনের সামনে হাজির করা হয় তার প্রথম প্রশ্ন ছিল হেফাজতের সমাবেশে কত টাকা ডেলেছি না সূচক জবাব দিলে ভয় দেখিয়ে তিনি বলেন আমার অফিসাররা যা বলে তাই কর। পরে স্বজনরা দুই দফায় ডিবিকে ৮০ লাখ টাকা দেয় রিমান্ডে অবশ্য কোন নির্যাতন করেনি পরে ৪১ দিন জেলে থাকার পরে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়।
বিল্লাল ব্যাপারী আরো বলেন হারুন আমার মত অসংখ্য মানুষকে নির্যাতন করেছে আমি তার মুখোমুখি হয়ে বলতে চাই কোথায় গেল তোমার টাকা নির্যাতন আল্লাহতালা দেখেছেন তিনি সর্বদাই ন্যায় বিচারক।