শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা জেলা প্রতিনিধি।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ড ইক্বরানগরীর কৃতি সন্তান সাংবাদিক রুস্তম খানের স্নেহের ছোট ভাই ডাক্তার মোবারক হোসেন খান ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ চেষ্টারে রেসপিরেটরি মেডিসিন সাবজেক্ট এ উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য আগামী ২৫শে সেপ্টেম্বর’২৪ রওনা দিবেন। দেশত্যাগ করার আগে গ্রামবাসী ও রুস্তম ফাউন্ডেশন উদ্যোগে দোয়া ও ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ- দামামা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল্লাহ সাদী আল আজহারী- এনামুল হাসান পৈলম খান- সার্ভেয়ার বাবুল খান খোকন- হাফেজ হাবিব খান- বাছির খান- মো সাইদ খান- মো কাউছার আহম্মেদ- আলমগীর হোসেন- মাসুদ রানা- মো তাহসিন আহম্মেদ- মো সাইদুল খান- ওবাইদুল্লাহ আল খালিদ সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এনামুল হাসান পৈলম খান বলেন আমরা আশা করি ভবিষ্যতে ডাক্তার মোবারক খান ইংল্যান্ড থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে এসে চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন। গ্রাম ও দেশের মুখ উজ্জ্বল করবেন।
মোবারক হোসেন খান বলেন বাংলাদেশের মানুষ শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হয় এবং শ্বাসকষ্ট জনিত রোগের উপর গবেষণাও অনেক কম হয়। তাই বাংলাদেশে শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ডাক্তারের খুব প্রয়োজন। আমি দেশে ফিরে এসে শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে গবেষণা করতে চাই এবং গরিব শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে যারা ভুগছেন তাদের জন্য কাজ করতে চাই।