ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড্যাব এর উপদেষ্টা- প্রাক্তন মহাসচিব এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যথাক্রমে ড্যাব- চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ফয়েজুর রহমান- ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী এবং ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম। ড্যাব চট্টগ্রাম এর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দেশের এই ক্রান্তিকালে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড্যাব নেতৃবৃন্দ পদায়িত নেতার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।