মো আসাদুজ্জামান
ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গুম-গ্রেফতার সব সমন্বয়ক-শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার -৩১ জুলাই- দুপুর ১২টার দিকে আদালত চত্বরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানায়- দুপুর ১২টার দিকে টাঙ্গন নদীর পাড়ে অপরাজেয় একাত্তরের সামনে জড়ো হলে সেখান থেকে বের হয়ে যেতে বলে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ তারা আমাদের গ্রেফতারের হুমকি দেয়। এসময় মেয়েদের ওপর লাঠিচার্জ করে।
তারা আরও জানায়- পরে আমরা ব্যারিকেড ভেঙে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরের দিয়ে যাই। পুলিশ পৌরসভার গেটে ফের ব্যারিকেড দেয়। সেটি ভেঙে শিক্ষার্থীরা সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে।
আশ্রমপাড়া থেকে আসা এক অভিভাবক মোমিনা বেগম। বলেন- আমি আজ শিক্ষার্থীদের সাথে এসেছি। আমি চাই আর যেন মায়ের কোল খালি না হয়। যাদের আটক করা হয়েছে তাদের যেন ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান- শিক্ষার্থীদের কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি।